১০০ কোটি রুপি ঘুষ চেয়েছিলেন কেজরিওয়াল: ইডি | চ্যানেল আই অনলাইন

১০০ কোটি রুপি ঘুষ চেয়েছিলেন কেজরিওয়াল: ইডি | চ্যানেল আই অনলাইন

১০০ কোটি রুপি ঘুষ চেয়েছিলেন কেজরিওয়াল: ইডি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন আবারও নাকচ করে দিয়ে তিনি ১০০ কোটি রুপি ঘুষ চেয়েছিলেন বলে আদালতে দাবি করেছে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, আজ (১৯ জুন) বুধবার ভারতের দিল্লির রউস অ্যাভিনিউ আদালতে শুনানির সময় সিবিআইয়ের তদন্তের বরাত দিয়ে এমন দাবি করে ইডির আইনজীবী এসভি রাজু জানান, কেজরিওয়াল তার দল আম আদমি পার্টির (এএপি) তহবিলের জন্য ওই অর্থ চেয়েছিলেন। তাদের কাছে এ সংক্রান্ত প্রমাণাদিও রয়েছে।

তবে কেজরিওয়ালের আইনজীবী বিক্রম চৌধুরী ইডির দেওয়া বক্তব্যের বিরোধীতা করে বলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে টাকা লেনদেনের কোনো প্রমাণ নেই। এটা কেবল ইডির দাবি এবং অভিযোগ। জামিন আবেদন নাকচ হবার পর কেজরিওয়ালের আইনজীবী বলেন, এটা বিচার হচ্ছে না, বিচারের নামে নিপীড়ন করা হচ্ছে।

উল্লেখ্য, আজ শুনানি শেষে কেজরিওয়ালের জামিনের আবেদন নাকচ করে ৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।


         





Scroll to Top