হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে ইসরায়েলি 'স্পাইওয়্যার'!

হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে ইসরায়েলি 'স্পাইওয়্যার'!

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইসরায়েল শক্তিশালী ‘স্পাইওয়্যার’ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে ফেসবুকের মূল সংস্থা মেটা। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ফেসবুকের মূল সংস্থা মেটা সম্প্রতি এমন ভয়ঙ্কর আশঙ্কা ও উদ্বেগের খবর শোনালেও, ইসরায়েলি স্পাইওয়্যার ‘গ্রাফাইট’ নিয়ে ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে দাবি করেছে ঘটনায় ওয়াকিবহাল একটি সূত্র।

সম্প্রতি মেটার পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, প্রায় ১০০ জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অ্যাকাউন্টে অত্যাধুনিক স্পাইওয়্যার গ্রাফাইটের হামলা চালানো হতে পারে। এই স্পাইওয়্যারটি ইসরায়েলের সংস্থা প্যারাগন সলিউশন তৈরি করেছে।

মেটা জানায়, এই হামলার শিকার ব্যক্তিদের বেশিরভাগই সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধি।

GOVT

হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই দাবি করেছে যে তারা প্যারাগনের স্পাইওয়্যার হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের সাইবার হামলা চালানো সংস্থাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এই ঘটনাকে একটি উদাহরণ হিসেবে তুলে ধরারও দাবি জানিয়েছে।

হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র একটি বিবৃতিতে বলেন, হোয়াটসঅ্যাপ প্যারাগনের স্পাইওয়্যার গ্রাফাইটের কাজে ব্যাঘাত ঘটিয়েছে। এই স্পাইওয়্যারটি সাংবাদিক এবং নাগরিক সমাজের সদস্যসহ বেশ কয়েকজন ব্যবহারকারীকে টার্গেট করেছিল। আমরা সরাসরি সেইসব ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছি, যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমরা মনে করি।

তিনি আরও যোগ করেন, স্পাইওয়্যার নির্মাতা সংস্থাগুলোকে তাদের বেআইনি কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। এই ঘটনা তার সর্বশেষ উদাহরণ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগ সুরক্ষিত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে, ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদনে উল্লেখ করেছিল,হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে, তাদের অন্তত ৯০ জন ব্যবহারকারীর অ্যাকাউন্ট টার্গেট করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ প্যারাগনকে একটি চিঠি পাঠিয়ে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং আইনি পদক্ষেপের সম্ভাবনা খতিয়ে দেখছে।

হোয়াটসঅ্যাপ দাবি, গত ডিসেম্বরে তারা এই স্পাইওয়্যার হামলা প্রতিহত করেছিল। তবে, কতদিন ধরে ব্যবহারকারীরা এই হামলার শিকার ছিলেন, তা নিশ্চিত নয়।

বিশেষজ্ঞরা বলছেন, গ্রাফাইট স্পাইওয়্যারের কর্মকাণ্ড ও ধরন আগের পেগাসাস স্পাইওয়্যারের সঙ্গে মিল রয়েছে, যা বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছিল।

Scroll to Top