২০ হাজার টাকা ভাড়ার হোটেলে হেয়ার ড্রায়ার ব্যবহার করে অস্ট্রেলিয়ার এক নারীকে ১ লাখ ১৬ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে।
আনন্দবাজার জানিয়েছে, ভারতের কিংস পার্কে মিনিস্ট্রি অফ সাউন্ড কনসার্ট দেখতে এক হোটেলে কক্ষ ভাড়া করেছিলেন কেলি নামের ওই নারী।
কনসার্টে যাওয়ার জন্য গোসল করে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিলেন কেলি। সে সময়ে হঠাৎ করেই ফায়ার অ্যালার্ম বেজে উঠলে কেলির ঘরের সামনে এসে ভিড় করেন হোটেলের কর্মীসহ দমকল কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই হোটেলের কর্মীরা বুঝতে পারেন যে হেয়ার ড্রায়ারের কারণেই মিথ্যা ফায়ার অ্যালার্ম বেজেছে।
কেলি প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। তিনি হোটেলের বিল মিটিয়ে সে রাতেই হোটেল থেকে বেরিয়ে আসেন। তবে তিনদিন পর কেলি হঠাৎ দেখতে পান, ২০ হাজার টাকার বদলে হোটেল কর্তৃপক্ষ তার অ্যাকাউন্ট থেকে ১ লাখ ১৬ হাজার টাকা কেটে নিয়েছে। পরে বিলের কাগজে তিনি লক্ষ্য করেন, তার কাছ থেকে ‘ফায়ার ডিপার্টমেন্ট কল আউট ফি’ অর্থাৎ ঘটনার জন্য হোটেল কর্তৃপক্ষকে যে দমকল কর্মীদের ডাকতে হয়েছিল, সেই খরচ বাবদ অতিরিক্ত টাকা কেটে নেওয়া হয়েছে।
সাথে সাথে হোটেলের রিসেপশনে ফোন করেন কেলি। তবে তাতেও কোনও টাকা ফেরত পাননি তিনি।