হিজাব আইন লঙ্ঘন করায় ইরানে দুই নারী সাংবাদিকের বিরুদ্ধে মামলা

হিজাব আইন লঙ্ঘন করায় ইরানে দুই নারী সাংবাদিকের বিরুদ্ধে মামলা

কারাগার থেকে মুক্তি পাওয়ার একদিন পরই হিজাব আইন লঙ্ঘন করার অভিযোগে ইরানের দুই নারী সাংবাদিকের বিরুদ্ধে নতুন করে একটি মামলা দেওয়া হয়েছে।

এর আগে ২০২২ সালে নৈতিকতা পুলিশের হেফাজতে নিহত মাহসা আমিনীর মৃত্যুর তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় তাদেরকে আটক করা হয়। এতে তাদেরকে যথাক্রমে ১২ ও ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৫ জানুয়ারি) দেশটির বিচার বিভাগ তাদের বিরুদ্ধে এ মামলাটি করে। খবর আলজাজিরা।

তারা হলেন, নিলুফার হামেদী ও এলাহে মোহাম্মদী।

প্রায় দেড় বছর কারাগারে বন্দি থাকার পর গতকাল তারা জামিনে মুক্তি পান। ওই সময় তাদের হিজাব ছাড়াই প্রকাশ্যে আসতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, এই দুই নারী বিজয়ের চিহ্ন দেখাচ্ছেন এবং তাদের মাথায় কোনো হিজাব নেই। একজনের মাথায় শীতের টুপি; আরেকজনের মাথায় সাধারণ স্কার্ফ ছিল।

আর হিজাব আইন লঙ্ঘন করার অভিযোগে জামিনে ছাড়া পাওয়ার একদিন পরই তাদের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে।

গত অক্টোবরে এই দুই নারী সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, তারা ইরানের স্থিতিশীলতা নষ্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করেছেন এবং প্রোপাগান্ডা ছড়িয়েছেন।

Scroll to Top