হালান্ডকে দ্বিতীয় সারির ফুটবলার মনে হচ্ছে রয় কিনের

হালান্ডকে দ্বিতীয় সারির ফুটবলার মনে হচ্ছে রয় কিনের

স্পোর্টস ডেস্ক

চলতি মৌসুমে ইনজুরিতে পড়েও এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা আর্লিং হালান্ড। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে টানা দুটি ম্যাচে গোল করতে পারেননি এই নরওয়েজিয়ান। তবে তার আগে চ্যাম্পিয়ন্স লিগে এবং নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করেছিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের বিরতি থেকে ফিরে আর্সেনালের বিপক্ষে গোল পাননি হালান্ড। আর তাতেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন নরওয়ের তারকা। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রয় কিন তো ২৩ বছর বয়সী এই স্ট্রাইকারের মান নিয়েই প্রশ্ন তুলেছেন। তাকে দ্বিতীয় সারির খেলোয়াড় বলেও মন্তব্য করলেন কিন।

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাওয়ার আগে লিভারপুল এবং নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছিলেন হালান্ড। এরপর আর্সেনালের বিপক্ষে ম্যাচেও পাননি গোলের দেখা। লিগ নির্ধারণি ম্যাচে আর্সেনালের বিপক্ষে নিজের ছায়া হয়েই ছিলেন হালান্ড। পুরো ম্যাচ খেলে বল স্পর্শ করতে পারেন মাত্র ২৩ বার। শট নিতে পারেন কেবল চারটি। একটি পরিষ্কার সুযোগ নষ্ট করার পাশপাশি তিনি নিজে গোলের কোনো সুযোগই তৈরি করতে পারেননি।

যদিও টানা তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়া হালান্ড চলতি মৌসুমে সিটির হয়ে ৩৫ ম্যাচে ২৯ গোল এবং ৬টি অ্যাসিস্ট করেছেন। তবুও যেন মন গলছে না সাবেক ফুটবলার এবং বিশ্লেষক রয় কিনের।

আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচ শেষে স্কাই স্পোর্টসের অনুষ্ঠানে হালান্ডকে এক হাত নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার কিন।

রয় কিন বলেন, ‘সাধারণভাবে তার খেলা খুবই নিম্নমানের। সেটা শুধু আজকেই নয়… গোলমুখে সে বিশ্বের সেরা। কিন্তু পুরো মাঠের খেলোয়াড় হিসেবে তার খেলা খুবই নিম্নমানের। এই জায়গায় তার উন্নতি করতে হবে। সে অনেকটা লিগ টুর (ইংলিশ ফুটবলের চতুর্থ স্তর) খেলোয়াড়ের মতো। তাকে এভাবেই দেখি আমি। মাঠের সবখানে খেলায় তাকে উন্নতি করতে হবে এবং তা কয়েক বছরের মধ্যে করতে হবে।’

আর্সেনালের বিপক্ষে শেষ দিকে কর্নারে সতীর্থের মাথা ছুঁয়ে আসা বল দূরের পোস্টে ফাঁকায় পেয়েও শট নিতে ব্যর্থ হন হলান্ড। যা দেখে ম্যাচের সহ-ধারাভাষ্যকার ও ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল হাসতে হাসতে বলেন, ‘দেখে মনে হচ্ছে হলান্ড এর আগে কখনও ফুটবল খেলেনি।’

ইউনাইটেডের আরেক সাবেক ফুটবলার পিটার স্মাইকেল অবশ্য শুধু হালান্ডকে নয়, দোষ দিয়েছেন গোটা ম্যানচেস্টার সিটি দলকেই।

স্মাইকেল বলেন, ‘ম্যানচেস্টার সিটি কেন আরও আগ্রাসী হলো না? আমরা শুধু শেষ কয়েক মিনিটে তাদেরকে এভাবে দেখেছি। তারা কখনও দূর থেকে শট করেনি। আর্লিং হালান্ডের গোল করার জন্য শুধুমাত্র একটি সুযোগ দরকার, কিন্তু তাকে সেই সুযোগ তো দিতে হবে। আমি মনে করি না তার দল আজ তা করতে পেরেছে।’

সারাবাংলা/এসএস

Scroll to Top