গাজার একটি হাসপাতালে অবস্থান করা হামাসের ৭০ জন যোদ্ধা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে ইসরায়েল।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলেছে, গতকাল ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় কিছু যুবক অস্ত্র এনে তাদের কাছে জমা দিচ্ছে। হাসপাতাল থেকে ওই ৭০ জনকে গ্রেপ্তারের দাবিও করেছে ইসরায়েল।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ওই একই হাসপাতালে ১০ জন রোগীর চিকিৎসায় বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে ২ জন মারা গেছে বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।
গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও রাফা এলাকায় নতুন করে গোলাবর্ষণ করেছে ইসরায়েল। ইসরায়েল সফরে দেশটির প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট বলেছেন, হামাসকে ধ্বংস করতে আরও কয়েক মাস সময় লেগে যেতে পারে।