হামাসের সুড়ঙ্গে সমুদ্রের পানি প্রবেশ করাচ্ছে ইসরায়েল | চ্যানেল আই অনলাইন

হামাসের সুড়ঙ্গে সমুদ্রের পানি প্রবেশ করাচ্ছে ইসরায়েল | চ্যানেল আই অনলাইন

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা উপত্যকায় হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গে সামুদ্রিক পানি প্রবেশ করানো শুরু করেছে।

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামাসের ভূগর্ভস্থ নেটওয়ার্ককে ধ্বংস করা লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছে আইডিএফ। কৌশলটি ‘বিবেচনার’ অধীনে রয়েছে এবং এর কার্যকারিতা যাচাই করা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজা শহরের শাতি শরণার্থী শিবিরের কাছে পাঁচটি বড় পানির পাম্প স্থাপন করেছে যা টানেলগুলোতে পানি ঢুকিয়ে বন্যা পরিস্থিতি তৈরি করতে সক্ষম। এগুলো দিয়ে প্রতি ঘণ্টায় হাজার হাজার ঘনমিটার পানি পাম্প করা সম্ভব।

BkashBkash

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কিছু কর্মকর্তা বলেছেন, পানি প্রবেশ করানোর এই প্রক্রিয়াটি সুড়ঙ্গ ধ্বংস করতে সাহায্য করতে পারে। কারণ ইসরায়েল বিশ্বাস করে হামাসের নেতারা এই সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে থেকে হামলার পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সুড়ঙ্গে সমুদ্রের পানি প্রবেশ করানো হলে তা গাজার ভূগর্ভস্থ পানির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

যদিও ইসরায়েলের সামরিক বাহিনী তাদের এই অভিযানের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে গাজার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলের সেনারা এই কাজ শুরু করেছে।

Scroll to Top