স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৫ ১৬:৫৩ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৭:৩৯
বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী খেলে যাওয়ার পর থেকেই নতুন জোয়ার এসেছে দেশের ফুটবলে। হামজার পথ ধরে দেশের ফুটবলে আসতে চাচ্ছেন আরও অনেক প্রবাসী ফুটবলার। সেই ধারাবাহিকতায় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডা প্রবাসী শামিত সোমকেও খেলাতে চাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জানা গেছে, আসন্ন জুনে সিংগাপুরের বিপক্ষে সোমকে খেলানোর চেষ্টায় আছে বাফুফে।
এই তথ্য নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। এর আগে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিতে খোঁজ খবরও নিচ্ছেন সোম। ইতোমধ্যে বাফুফের কাছে আনুষাঙ্গিক কিছু বিষয় জানতে চেয়ে চিঠিও দিয়েছেন কানাডার এই মিডফিল্ডার। বাফুফে থেকেও দেয়া হয়েছে এর জবাব। এখন সোমের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাফুফে। ইতিবাচক সাড়া পেলেই শুরু হবে তার পাসপোর্ট তৈরির কার্যক্রম।
কানাডার কাভালরি এফসির হয়ে খেলা সোম বাফুফের কাছে জানতে চেয়েছেন, জুনে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে, অনুশীলনের যাবতীয় সুবিধাদি কেমন; এসব নিয়ে। এই প্রসঙ্গে ফাহাদ করিম বলেন, ‘প্রাথমিকভাবে উনি কিছু তথ্য জানতে চেয়েছেন আমাদের কাছে। যেগুলো আমরা তাকে পাঠিয়ে দিয়েছি। এর বাইরে বল উনার কোর্টে। বন্ধুর মাধ্যমে উনি আমাদের জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি তার সিদ্ধান্ত জানাবেন। কোচ, ক্লাব এবং পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানাবেন।’
বাফুফে চাইছে আসন্ন জুনের ফিফা উইন্ডোতে সোমকে খেলাতে। তবে কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলে ফেলায় তাকে পেতে হবে ফিফা প্লেয়ার্স কমিটির অনুমোদন। এর সাথে ছাড়পত্র লাগবে কানাডা সকার অ্যাসোসিয়েশনেরো। এ নিয়ে ফাহাদ করিম জানান, ‘ফিফার যে অ্যাপ্রুভাল, সেটা আসলে আমাদের হাতেও না, উনার হাতেও না। এ ব্যাপারে আমি সম্মানিত সভাপতির সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন সর্বাত্মক চেষ্টা করবেন। এতটুকু বলতে পারি, বাফুফের পক্ষ থেকে প্রশাসনিকভাবে কোনো গাফিলতি হবে না।’
সোমের সম্মতি সাপেক্ষে বাফুফে আপাতত গুরুত্ব দিচ্ছে সোমের পাসপোর্ট তৈরিতে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদে এ নিয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন সোম। এ বিষয়ে ফাহাদ করিমের ভাষ্য, ‘উনি যদি আমাদের সম্মতি দেন, তাহলে ঈদের পর প্রথম কার্যদিবস থেকে পাসপোর্টের কাজ শুরু করে দিব। উনি যদি কোনো কারণে না-ও বলেন, সমস্যা নেই। আমাদের চেষ্টা হলো পাসপোর্টটা হয়ে যাক। ভবিষ্যতে যদি বিবেচনা করেন, সে সুযোগটাও রাখতে চাচ্ছি। আশা রাখছি, এপ্রিলের ১০-১২ তারিখের মধ্যে উনার ফিডব্যাক পেতে পারি।
সারাবাংলা/জেটি
ফিফা
বাফুফে
বাংলাদেশ জাতীয় ফুটবল দল
শামিত সোম
হামজা চৌধুরী