ব্যবসায়ীরা জানিয়েছেন, সম্ভাবনা থাকলেও হস্ত ও কারুশিল্পের প্রধান চ্যালেঞ্জ পুঁজির অভাব। এ ছাড়া মানসম্মত পণ্যের অভাব, বিপণনে সীমাবদ্ধতা, কাঁচামাল ও সরবরাহের সংকট, কাঁচামালের মূল্য ও মজুরি বৃদ্ধির মতো আরও কিছু বিষয় এই খাতের প্রবৃদ্ধির পথে বাধা হয়ে আছে।
বাজার বড়, হিস্যা কম
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২২ সালে হস্ত ও কারুশিল্প নিয়ে একটি জরিপ করে। তাতে দেখা গেছে, দেশে হস্ত ও কারুশিল্পের বাজার ২ হাজার ৪৩০ কোটি টাকার ওপরে। প্রতিবছর এই বাজার বাড়ছে। তবে একই হারে বাড়ছে না রপ্তানি। বাজার বিশ্লেষক ওয়েবসাইট আইএমএআরসির তথ্য অনুসারে, ২০২৩ সালে হস্তশিল্পের বৈশ্বিক বাজার ছিল প্রায় ৮৩ হাজার কোটি মার্কিন ডলারের। এই খাতে বছরে ৯ শতাংশের ওপরে প্রবৃদ্ধি রয়েছে। সে অনুযায়ী ২০৩২ সাল নাগাদ এই বাজার ১ লাখ ৮৬ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের সামনে এখন বিশাল এই বাজারের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে।