হতাশার সেশনে রানের চাপায় পিষ্ট বাংলাদেশ

হতাশার সেশনে রানের চাপায় পিষ্ট বাংলাদেশ

হতাশার সেশনে রানের চাপায় পিষ্ট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে হতাশা নিয়েই মাঠ ছেড়েছিল বাংলাদেশ। ৪ উইকেটে ৩১৪ রান তুলে বড় স্কোরের আভাস দিয়েছিল লংকানরা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেটাই সত্যি হয়েছে। পুরো সেশনে মাত্র সাকিবের একটি উইকেটেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে, শ্রীলংকা তুলেছে ৯৭ রান। ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের জুটিতে লাঞ্চের আগে লংকানদের স্কোর ৫ উইকেটে ৪১১ রান।

চান্ডিমালকে সাথে নিয়ে দিনের প্রথম ঘণ্টাটা বিপদ ছাড়াই পার করেছেন ডি সিলভা। বাংলাদেশের বোলারদের হতাশায় ডুবিয়ে এটি জুটি আজকের দিনের প্রথম ভাগে তুলেছে ৬১ রান। প্রথম ঘণ্টায় আকাশ অনেকটাই মেঘলা থাকায় পেসারদের বাড়তি সুবিধার সম্ভাবনা দেখছিল বাংলাদেশ। তবে হাসান মাহমুদ ও খালেদ তেমন কিছুই আদায় করতে পারেননি পিচ থেকে। সাকিব-মিরাজ-তাইজুলদেরও তেমন ভয়ংকর মনে হয়নি। সবাইকে অনায়াসেই খেলেছেন দুই লংকান ব্যাটার। পেসারদের দারুণভাবে সামলে ফিফটি পূর্ণ করেন চান্ডিমাল।

৮৬ রানের জুটি আরও ভয়ংকর হয়ে ওঠার আগেই আঘাত হানেন সাকিব। চান্ডিমাল ৫৯ রান করে ফিরেছেন লিটনের হাতে ক্যাচ দিয়ে। ৩৭৫ রানের মাথায় ৫ম উইকেট হারায় শ্রীলংকা। সাকিবের এই উইকেটে কিছুটা আশার আলো দেখেছিল বাংলাদেশ। লাঞ্চের আগে আরও একটি ধাক্কা দিয়ে ম্যাচে ফেরার আশায় ছিলেন শান্তরা।

তবে চান্ডিমাল ফিরলেও ক্রিজে অবিচল আছেন ডি সিলভা। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন কামিন্দু মেন্ডিস। আগের ম্যাচের দুই নায়কের জুটি লাঞ্চের আগ পর্যন্ত আর বিপদ হতে দেননি। ৬টি চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসে ডি সিলভা অপরাজিত আছেন ৭০ রানে। মেন্ডিস করেছেন ১৭ রান, মেরেছেন ৩টি চার। এই জুটি যোগ করেছে ৩৬ রান।

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

 

সারাবাংলা/এফএম

Scroll to Top