ঢাকা, ০৬ জানুয়ারি – হঠাৎ করেই নজর কেড়েছে বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় তারকার ফেসবুক পেজ। জয়া আহসান থেকে সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল থেকে আরশ খান—কারও পেজেই নেই প্রোফাইল ছবি। বিষয়টি নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, পেজগুলো হ্যাক হয়েছে নাকি এটি কোনো নতুন ডিজিটাল ট্রেন্ডের অংশ।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, আপাতত বড় ধরনের কোনো সমস্যা নেই। সংশ্লিষ্ট তারকারা জানিয়েছেন, প্রোফাইল ছবি না থাকলেও তাদের ফেসবুক পেজ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। নিয়মিত পোস্ট, স্টোরি ও অন্যান্য কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ, হ্যাক বা সাসপেন্ড হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞদের মতে, এটি অনেক তারকার ক্ষেত্রেই নতুন ধরনের এক ‘নীরব প্রচারণা’ কৌশল। বড় কোনো ঘোষণা, নতুন কাজের প্রচার কিংবা ব্যক্তিগত সিদ্ধান্ত জানানোর আগে তারা ইচ্ছাকৃতভাবে প্রোফাইলকে ‘ব্ল্যাঙ্ক’ বা মিনিমালিস্ট করে রাখেন। এতে দর্শকের কৌতূহল বাড়ে এবং বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।
এছাড়া সাময়িক মানসিক চাপ কিংবা ডিজিটাল নিরাপত্তার বিষয়ও এতে ভূমিকা রাখতে পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তারকাদের লক্ষ্য করে ট্রোলিং ও বিদ্বেষমূলক মন্তব্য বেড়েছে। ফলে কেউ কেউ কিছুটা দূরত্ব বজায় রাখতে প্রোফাইল ছবি সরিয়ে রাখছেন।
তবে সব ক্ষেত্রেই বিষয়টি ট্রেন্ড বা মানসিক চাপের কারণে নয়। নাম প্রকাশ না করার শর্তে এক তারকা জানান, কিছু হ্যাকার গ্রুপ ভেরিফায়েড পেজ ক্লোন করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। কখনো অর্থ দাবি করা হয়, কখনো নিজেদের আলোচনায় আনার চেষ্টা করা হয়। এ কারণেও আপাতত প্রোফাইল ছবি সরিয়ে রাখা হয়েছে।
এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬





