হঠাৎ জেগে উঠল কফিনে থাকা নারী! | চ্যানেল আই অনলাইন

হঠাৎ জেগে উঠল কফিনে থাকা নারী! | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের এক বৌদ্ধ মন্দিরে এক নারীর মরদেহ দাহকার্য করার সময় কফিনে থাকা লাশ হঠাৎ জীবিত হয়ে উঠেছে। এতে মন্দিরের কর্মীরা অবাক হয়ে পড়ে। 

মন্দিরটি তাদের ফেসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী নারী সাদা কফিনে শুয়ে আছেন এবং হালকা হাত ও মাথা নেড়ে কফিনের ভিতরে অস্থিরভাবে নড়াচড়া করছেন, যা মন্দির কর্মীদের হতবাক করে তোলে।

মন্দিরের সাধারণ ও আর্থিক বিষয়ক ব্যবস্থাপক পায়রাত সুদথুপ জানিয়েছেন, ওই নারীর ভাই তাকে ফিৎসানুলোক প্রদেশ থেকে কফিনে করে মন্দিরে নিয়ে এসেছিলেন।

তিনি বলেন, “আমরা হালকা আঘাতের শব্দ শুনতে পেলাম। আমি কফিন খুলতে বলি, তখন সবাই চমকে গেল। আমি দেখলাম তিনি চোখ খোলার চেষ্টা করছেন এবং কফিনের পাশে নেড়ে আঘাত দিচ্ছেন। তিনি সম্ভবত কিছুক্ষণ ধরে কফিনে এই কাজটি করছেন।”

পায়রাত জানায়, ওই নারী গত দুই বছর ধরে বিছানায় শুয়ে ছিলেন। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থা এতটা খারাপ হয়েছিল যে শ্বাস নিতে অক্ষম মনে হচ্ছিল। তার ভাই তাকে কফিনে করে ৫০০ কিলোমিটার দূরে ব্যাংককের হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।

আনুষ্ঠানিক মৃত্যুসনদ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে গ্রহণ করেনি। পরে মন্দিরে বিনামূল্যে দাহের সুবিধা পাওয়া যায় সেখানে নিয়ে যান তার ভাই। তারপর হঠাৎ তার নড়চড়া দেখে মন্দিরের লোকজন মন্দির কর্তৃপক্ষ তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠায়। মন্দিরের প্রধান ঘোষণা করেছেন, মহিলার চিকিৎসা খরচ মন্দির বহন করবে।

থাইল্যান্ড নিউজ ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ডাক্তাররা মহিলাকে সর্বাধিক কম রক্তে শর্করা (সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া) আক্রান্ত হিসেবে শনাক্ত করেছেন। তারা নিশ্চিত করেছেন যে তার হৃদরোগ বা শ্বাসতন্ত্রের ব্যর্থতা হয়নি।

Scroll to Top