হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব | চ্যানেল আই অনলাইন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব | চ্যানেল আই অনলাইন

হঠাৎ অসুস্থ হয়ে রোববার (২ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে এই কথা জানানো হয়েছে।

বলা হয়েছে, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচনে যান বিএনপি মহাসচিব। সেখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন তিনি। গত দুদিন যাবত খারাপ লাগলে গতকাল চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন মির্জা ফখরুল।

চিকিৎসক ও মহাসচিবের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও হাসপাতালে দেখতে যাবার জন্য কেউ যেন অযথা ভিড় না করে সেই অনুরোধ জানানো হয়েছে।

Scroll to Top