হংকংয়ের বিপক্ষে আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৮ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন প্রবাসী লেফট-ব্যাক জায়ান আহমেদ।
চলতি মাসের শুরুর দিকে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে আলো ছড়িয়েছেন জায়ান। আক্রমাণাত্মক ফুটবলে নজর কেড়েছিলেন তরুণ ডিফেন্ডার। ফলে দ্রুতই জাতীয় দলে ডাক পেলেন তরুণ রাইট-ব্যাক।
জায়ানকে নিয়ে বাংলাদেশ দলে প্রবাসী ফুটবলারের সংখ্যা দাঁড়াল চার। আগে ছিলেন হামজা চৌধুরী, সমিত শোম ও ফাহামেদুল ইসলাম। তাদের সঙ্গে যুক্ত হলেন জায়ান।
দলে ফিরেছেন শাকিল আহাদ তপু, মেহেদি হাসান শ্রাবণ, শেখ মোরসালিন, আল আমিন ও আরমান ফয়সাল আকাশ। বাদ পড়েছেন ইসা ফয়সাল, পাপ্পু হোসেন, আরিফ হোসেন ও পাপ্পন সিং।
হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৯ অক্টোবর প্রথম ম্যাচ, অ্যাওয়ে ম্যাচ হবে ১৪ অক্টোবর।
বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, সাদ উদ্দিন, তারিক রায়হান কাজী, মেহেদী হাসান, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, জায়ান আহমেদ, আবদুল্লাহ ওমর সজিব, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানে, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, হামজা চৌধুরী, সমিত শোম, শেখ মোরসালিন, ফাহামেদুল ইসলাম, মো. ইব্রাহিম, আল আমিন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ ও সুমন রেজা।