এই খবরটি পডকাস্টে শুনুনঃ
হংকংয়ে ঐতিহ্যবাহী ফায়ার ড্রাগন নৃত্য অনুষ্ঠিত হয়েছে। দেশটির বাসিন্দারা ১ হাজার বছরেরও বেশি সময় ধরে এই উৎসব পালন করে আসছেন।
সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, তিন দিনব্যাপী অনুষ্ঠানে হংকং এর তাই হ্যাং এলাকায় বিশাল আকারের ড্রাগন নিয়ে নৃত্য করে উৎসবে অংশগ্রহণকারীরা। এই উপলক্ষে রাস্তার দুই ধারে নানা রঙের আলোকসজ্জা ও খাবারের আয়োজন করা হয়।
এটি মধ্য-শরতের একটি ঐতিহ্যবাহী উৎসব। যা চাঁদ উৎসব নামেও পরিচিত। যেখানে প্রায় ৩০০ জন লোক একটি ৬৭ মিটার লম্বা ড্রাগন বানিয়ে তার মাথা থেকে লেজ পর্যন্ত ধূপের লাঠি দিয়ে সারিবদ্ধ করে। এই ধুপ একটি উষ্ণ, ধোঁয়াটে আভায় আশেপাশের এলাকাকে ঢেকে রাখে।
প্লেগ রোগের ভয়াবহতা থেকে বাঁচতে এই ফায়ার ড্রাগন নৃত্য প্রচলন হয়েছিলো ১৯ শতকে। এরপর থেকে ভয়াবহ রোগ কিংবা অশুভ শক্তি দূর করতেই এই উৎসব পালন করে আসছে দেশটি।