হংকংয়ের স্টক মার্কেট ছাড়িয়ে যাবে ভারতের বাজার

হংকংয়ের স্টক মার্কেট ছাড়িয়ে যাবে ভারতের বাজার

ফিন্যান্সিয়াল টাইমসের সংবাদে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর চায়না প্লাস ওয়ান নীতির কারণেও ভারত লাভবান হচ্ছে। চলতি সপ্তাহে পত্রিকাটির আরেক সংবাদে বলা হয়েছে, আইফোন নির্মাতা কোম্পানি অ্যাপল সরবরাহকারীদের ভারতের কারখানায় ব্যাটারি উৎপাদনের কথা বলেছে। তারা জানিয়েছে, আইফোন ১৬-এর ব্যাটারি ভারতীয় কারখানাগুলোতে উৎপাদন করা হবে।

অন্যদিকে বৈদ্যুতিক গাড়ির বৃহত্তম কোম্পানি টেসলা সম্প্রতি মোদি সরকারের সঙ্গে ভারতে কারখানা স্থাপনের বিষয়ে আলোচনা করেছে। এ বিষয়ে শিগগিরই অগ্রগতি হবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের শেয়ারবাজারের শেয়ারের দাম বৃদ্ধির পেছনে বিদেশি বিনিয়োগের চেয়ে দেশীয় বিনিয়োগ বড় ভূমিকা পালন করেছে বলে সংবাদে বলা হয়েছে। বিদেশিরা এখন ভারতীয় ইকুইটির নিট ক্রেতা, যদিও সেপ্টেম্বর–অক্টোবরে তারা ছিল নিট বিক্রেতা।

Scroll to Top