বিশ্বকাপের পর অজি সিরিজ জিতে বেশ ছন্দেই ছিল ভারত। তবে দক্ষিণ আফ্রিকা সফর শুরু হয়েছিল হার দিয়ে। শেষ পর্যন্ত জয়ে ফিরে টি-টোয়েন্টি এসেছিল সমতায়। তবে ওয়ানডে সিরিজ রাখল নিজেদের দখলে। ব্যাট হাতে একদিনের ফরম্যাটে সঞ্জু স্যামসনের প্রথম সেঞ্চুরির পর বল হাতে অর্শদীপ সিংয়ের দুর্দান্ত পেস। এতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে প্রোটিয়াদের ৭৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারত।
সিরিজ শুরু হয়েছিল ৮ উইকেটের দাপুটে জয় দিয়ে। তবে পরের ম্যাচে ঠিক ৮উইকেটের ব্যবধানে হারে লোকেশ রাহুলের দল। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ হাসি হাসল ভারতই। প্রোটিয়াদের মাটিতে দ্বিতীয়বারের মতো সিরিজ জিতল তারা। এর আগে ২০১৮ সালে জিতেছিল ৫-১ ব্যবধানে।
বৃহস্পতিবার বোল্যান্ড পার্কে আগে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। সেখানে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট ২৯৬ রান তোলে ভারত।
চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা বেশ ভালো পেয়েছিল স্বাগতিকরা। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান ডি জর্জি এই ম্যাচের ছিলেন দারুণ ছন্দে। দলীয় ৫৯ রানে ওপেনার রিজা হেনড্রিকস (১৯) ফিরলেও জর্জি এগোতে থাকেন বিধ্বংসী রুপে। ধসটা নামে এই ডানহাতি ব্যাটার আউটের পরই। দলীয় ১৬১ রানের মাথায় তাকে ফেরান অর্শদীপ। এর আগে ৮৭ বলে নিজের খাতায় যোগ করেন ৮১ রান।
সেখানে দলে দলের বাকি ছয় ব্যাটার যোগ করেন ৫৭ রান। ৪৫ ওভার পাঁচ বলে ২১৮ রানের গুটিয়ে যায় তারা। ভারতের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন অর্শদীপ।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। দলীয় ৪৯ রানের মাথায় ফেরেন দুই ওপেনার রজত পাতিদার ও সাই সুদর্শন। তবে থিতু হন তিনে নামা স্যামসন। করেন ১১৪ বলে ৬ চার ও ৩ ছক্কার মারে ক্যারিয়ার সেরা ১০৮ রান। পরবর্তীতে ফিফটি পান তিলক ভার্মা। এতেই ২৯৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পায় রাহুলের দল। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন বেউরান হেনড্রিকস।