‘স্বেচ্ছাচারী’ কোচ ভিলদা স্পেনের নারী ফুটবলারদের ‘দরজা খুলে ঘুমাতে বাধ্য’ করতেন

‘স্বেচ্ছাচারী’ কোচ ভিলদা স্পেনের নারী ফুটবলারদের ‘দরজা খুলে ঘুমাতে বাধ্য’ করতেন

হেরমোসো সম্প্রতি বলেছেন, ‘(আন্তর্জাতিক খেলার জন্য জাতীয় দলে থাকার সময়) আমরা যখন ঘুমাতে যেতাম, আমাদের দরজা খুলে রাখতে হতো। রাতে আমাদের তাঁর (ভিলদা) জন্য অপেক্ষা করতে হতো এবং তাঁকে আমাদের সঙ্গে কথা বলার সুযোগ দিতে হতো।’ কেন এমনটা করতে হতো, সেই ব্যাখ্যা দিতে গিয়ে হেরমোসো বলেছেন, ‘তিনি বলতেন, আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার এটাই তাঁর সময়। প্রথম খেলোয়াড়ের দরজা থেকে তিনি শেষজন পর্যন্ত কড়া নাড়তেন। এর মধ্যে হয়তো কেউ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ত।’

সাংবাদিক দানায়ে বোরোনাত তাঁর ‘তাদের নারী বলো না, ফুটবলার বলো’ বইতে ভিলদাকে নিয়ে এক নারী ফুটবলারের মন্তব্য লিখেছেন। সেখানে ওই খেলোয়াড়ের নাম প্রকাশ না করে তিনি তাঁর মন্তব্য এভাবে তুলে ধরেছেন, ‘তিনি আমাদের সঙ্গে এমন আচরণ করতেন, যেন আমরা শিশু। যদিও আমাদের অনেকেই প্রায় তাঁর সমবয়সী ছিলাম। এটা খুব জটিল ছিল। কারণ, তিনি খুব স্বেচ্ছাচারী ছিলেন। তিনি আমাদের কক্ষের সামনে দিয়ে ঘুরে যেতেন, দেখতেন রাত ১১টার সময় আমরা সেখানে আছি কি না।’

Scroll to Top