স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার তালিকায় রাখতে মির্জা ফখরুলের আহ্বান

স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার তালিকায় রাখতে মির্জা ফখরুলের আহ্বান

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু ভোটের অধিকার নয়, মানুষের স্বাস্থ্য, অন্ন ও বেঁচে থাকার অধিকারও নিশ্চিত করতে হবে। এছাড়া  স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকারের তালিকায় রাখার আহ্বান জানান তিনি।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মির্জা ফখরুল।

বক্তব্যে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়ার অনুরোধ জানান। এসময় উপস্থিতরা করতালি ও স্লোগানে তার বক্তব্যকে সমর্থন জানালেও ফখরুল স্লোগানের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান।

ওষুধনীতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, নতুন আইন ও বিধিনিষেধে স্থানীয় ওষুধ শিল্প বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে। অথচ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বিদেশে রপ্তানিযোগ্য মানের ওষুধ উৎপাদন করছিল।

তিনি জানান, দলের ঘোষিত ৩১ দফায় স্বাস্থ্য খাতের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের সময় আহতদের চিকিৎসায় ঝুঁকি নেয়া চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

ড্যাবকে স্বাধীনভাবে সংগঠন পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি স্বাস্থ্যনীতি প্রণয়নে রাজনৈতিক নেতৃত্বকে সহযোগিতা করতে হবে।

নিজের কারাবন্দি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে মির্জা ফখরুল অভিযোগ করেন, জেলে গুরুতর অসুস্থ হলেও তাকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি এবং বিদেশে চিকিৎসার অনুমতি পেতে বারবার আদালতে যেতে হয়েছে। তিনি বলেন, পারস্পরিক হিংসা ও জিঘাংসার সংস্কৃতি আমাদের ধ্বংস করছে।

 

Scroll to Top