স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় পুরানা পল্টনে ঢাকা মহানগর লেবার পার্টির উদ্যোগে অবিলম্বে ব্যার্থ ও অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে দলটি।

অযোগ্য ও অথর্ব স্বাস্থ্য উপদেষ্টাকে অপসারণ বিষয়ে বিক্ষোভে দলের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ডক্টর ইউনুস দেশের যোগ্য অভিজ্ঞদের না নিয়ে, ব্যাক্তিগত পছন্দে অযোগ্য অথর্বদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তাই বিগত ১১ মাসে দেশের দৃশ্যমান কোন উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি বা সংস্কার সম্ভব হয়নি।

তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত আজ ভয়াবহ নৈরাজ্য ও দুর্নীতির কবলে। ব্যর্থ ও অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টা নিজেই অসুস্থ। তিনি কিভাবে স্বাস্থ্য খাতের পরিবর্তন করবে। জনগনের স্বাস্থ্যসেবা কিভাবে নিশ্চিত করবে। তিনি দুর্নীতি ও লুটপাটে জড়িত সিন্ডিকেটের পাহারাদার হিসেবে কাজ করছেন। অবিলম্বে তাকে অপসারণ না করলে স্বাস্থ্যখাত ধ্বংস হবে, আর জনদুর্ভোগ ও মৌলিক অধিকার আরো সংকুচিত হবে।

জাতিসংঘের বাংলাদেশে অফিসেও নিন্দা জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

Scroll to Top