স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ইউনানী শিক্ষার্থীদের বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ইউনানী শিক্ষার্থীদের বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

স্বতন্ত্র কাউন্সিল গঠনের দাবিতে ঢাকার মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ করেছে দেশের সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের এ বিক্ষোভ চলে। শিক্ষার্থীরা বলেন, বুধবারও এ কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার সার্বিক উন্নয়ন, দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ এবং একটি স্বতন্ত্র আইন কাউন্সিল গঠনের দাবিতে এ কর্মসূচি চলছে বলে জানান আন্দোলনকারীরা।

সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থী ফরহাদ রেজা বলেন, “আমাদের নিয়ন্ত্রক সংস্থা স্বাস্থ্য অধিদপ্তর। ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষার্থীদের নিবন্ধন দেওয়া থেকে শুরু করে সব ধরনের প্রশাসনিক কাজ হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে।”

আন্দোলনের বিরোধিতা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “অধিদপ্তরের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত আমাদের জন্য একটি স্বতন্ত্র কাউন্সিল যেন করে দেওয়া হয়।”

এর আগে সোমবার তিন দফা দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সে সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।

সেদিন তাদের দাবি ছিল, মেডিকেল অফিসারের (ইউনানী ও আয়ুর্বেদিক) নিয়োগ যোগ্যতা সংক্রান্ত মতামতের বিতর্কিত চিঠি বাতিল করতে হবে, ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য নিরসনে একটি পৃথক আইন (অর্ডিন্যান্স) প্রণয়ন করতে হবে ও একটি স্বতন্ত্র কাউন্সিল গঠন করতে হবে।

টানা ৬ ঘণ্টার আন্দোলনের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। তবে অবৈধ চিঠি বাতিল ও আইনের অর্ডিন্যান্স জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান আন্দোলনকারীরা।

এরপর মঙ্গলবার তারা স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নেন। বুধবারও এ কর্মসূচি চলবে বলে সকাল সন্ধ্যাকে জানান আন্দোলনরত ৩১ ব্যাচের শিক্ষার্থী ফরহাদ মাহবুব।

Scroll to Top