স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সৌদি আরব। দেশটি স্পষ্টভাবে জানিয়েছে, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়ার যে কোন চেষ্টা তারা প্রত্যাখ্যান করবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক যৌথ সংবাদ সম্মেলনের পর সৌদি আরব এ ঘোষণা দেয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনের পর সৌদি আরব তার অবস্থান পুনর্ব্যক্ত করে।
এর আগে ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র গাজা দখল করতে চায় এবং ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নিয়ে সেখানে পুনর্গঠন চালাবে। পরে তা বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করা হবে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়।

সৌদির প্রকাশিত বিবৃতিতে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা প্রত্যাখান করে বলা হয়, ফিলিস্তিন বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তনীয়। এ নিয়ে আলোচনার কিছু নেই।