এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে প্রতিবাদে অংশগ্রহণের কারণে ‘সবার আগে বাংলাদেশ’ এর স্বাধীনতা কনসার্টের তারিখ পরিবর্তন করা হয়েছে।
আজ (৭ এপ্রিল) সোমবার সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, ১১ এপ্রিল ফিলিস্তিনে ইসরাইলের বর্বোচিত হামলার প্রতিবাদে একটি বড় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। তাই, কনসার্টের তারিখ পরিবর্তন করে ১২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
এনি আরও বলেন, ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের সংহতি প্রকাশ করতে এই প্রতিবাদে অংশগ্রহণ করব এবং আমাদের সাংস্কৃতিক আন্দোলনকে অব্যাহত রাখব। এই স্বাধীনতা কনসার্টে আমরা দেশের স্বাধীনতা, মানবাধিকারের পক্ষে অবস্থান নেবো এবং বর্হির্বিশ্বে নিপীড়িত সকল মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করবো।
১১ এপ্রিল কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা এখন ১২ এপ্রিল, শনিবার অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক শেষে। কনসার্টের অনুমতি ও সহায়তার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়।