স্বর্ণের মালিকানায় যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে যে দেশ | চ্যানেল আই অনলাইন

স্বর্ণের মালিকানায় যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে যে দেশ | চ্যানেল আই অনলাইন

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এক পরিসংখ্যানে দেখা গেছে, ভারতীয়রা পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণের মালিক। ভারতীয় পরিবারগুলোর হাতে প্রায় ১৩ হাজার টন স্বর্ণ সঞ্চিত রয়েছে, যা যুক্তরাষ্ট্র থেকেও কয়েক গুণ বেশি।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ডিরেক্টর ২০২০-২১ সালের পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানিয়েছেন।

Bkash

ভারতে যেকোন অনুষ্ঠানে স্বর্ণ উপহারের প্রথায় উত্তরাধিকার সূত্রে তাদের বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণের মালিকানাভুক্ত দেশের স্বীকৃতি দিয়েছে।

২০২৩ সালের ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, একই বছর ভারতীয় পরিবারগুলোর হাতে প্রায় আড়াই কোটি কেজি স্বর্ণ রয়েছে যা ২৫ হাজার টন। এই সোনার পরিমাণ ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির ৪০ শতাংশ।

Reneta JuneReneta June

বিশ্বে মোট যত স্বর্ণ সঞ্চিত রয়েছে, তার ১১ শতাংশই রয়েছে ভারতীয় পরিবারগুলোর হাতে বলে দাবি করেছে, অক্সফোর্ড গোল্ড গ্রুপ। তাদের হিসাব বলছে, ভারতীয় পরিবারগুলোর হাতে রয়েছে প্রায় ২৫ হাজার টন স্বর্ণ।

অক্সফোর্ড গোল্ড গ্রুপের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে ৮ হাজার ১৩৩ দশমিক ৫ মেট্রিক টন স্বর্ণ, যা সে দেশের বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের ৭৫ শতাংশের সমান। জার্মানিতে রয়েছে ৩ হাজার ৩৫৯ দশমিক ১ মেট্রিক টন স্বর্ণ, ইটালিতে রয়েছে ২ হাজার ৪৫১ দশমিক ৮ মেট্রিক টন স্বর্ণ।

Scroll to Top