স্টেডিয়ামে পাখির ডিম, খেলা বন্ধ এক মাস!

স্টেডিয়ামে পাখির ডিম, খেলা বন্ধ এক মাস!

কত অদ্ভুত কারণেই তো স্টেডিয়াম বন্ধ ঘোষণা করা হয়। তবে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় যা হয়েছে, সেটা একেবারেই বিরল। পাখি ডিম পাড়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্স।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়েছিলেন খেলোয়াড়রা। সেখানে যাওয়ার পর তারা দেখেন, মাঠের একদম মাঝে এক প্লোভার পাখি ডিম দিয়েছে।

মাঠের মাঝে পাখির ডিম থাকায় খেলা তো আর শুরু করা সম্ভব নয়! বাধ্য হয়েই তাই পাশের স্টেডিয়ামে খেলা আয়োজন করতে বাধ্য হয় তারা।

সাধারণত বাচ্চা জন্ম দেওয়ার পর ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে প্লোভার পাখি। পাখিটি তার বাসার পাশে কাউকেই আসতে দেয় না। এই পাখিটি অস্ট্রেলিয়ান অঞ্চলে বিপন্ন প্রজাতির।

পাখিসংক্রান্ত কারণে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্স সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে। কাউন্সিল জানিয়েছে, ‘আমাদের দেশি প্রজাতিগুলো রক্ষায় সক্রিয় হতে হবে। ডিম সরানো প্রয়োজন হলে বিশেষজ্ঞদের আনতে হবে এবং অনুমতি নিতে হবে।’

এমন সিদ্ধান্ত নেওয়ার কারণে স্থানীয় ফুটবল দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে স্থানীয় কাউন্সিল। পাশাপাশি তারা খেলা ও অনুশীলন সরিয়ে নিতে সহযোগিতা করেছে এবং কর্তৃপক্ষকে বিকল্প মাঠের ব্যবস্থাও করে দিয়েছে।

Scroll to Top