এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি দ্বিগুণের বেশি বাড়িয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে যাওয়ার জন্য আগে শিক্ষার্থীদের ভিসা ফি ছিল ৪৭৩ মার্কিন ডলার বা ৫৫ হাজার ৩৯১ টাকা, এখন তা বেড়ে হয়েছে ১ হাজার ৬৮ মার্কিন ডলার বা ১ লাখ ২৫ হাজার টাকা।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, ১ জুলাই সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়েছে, দেশটিতে অভিবাসীদের সংখ্যা দিনকে দিন বাড়ায় আবাসন ব্যবস্থার ওপর পড়া তীব্র চাপের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে তাদের সরকার।
এছাড়াও পর্যটক ভিসা ও অস্থায়ী গ্র্যাজুয়েট ভিসাধারী শিক্ষার্থীদের অস্ট্রেলিয়া থেকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অর্থাৎ দেশটিতে অস্থায়ী ভিসা নিয়ে যারা গেছেন, তারা আর সেখানে থাকাবস্থায় স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার আবাসন ও সাইবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ক্লেয়ার ও’নিল বলেন, যেসব নতুন নিয়ম চালু হচ্ছে, তা আমাদের আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থায় সমন্বয় ফিরিয়ে আনতে সহায়তা করবে এবং এমন একটি অভিবাসন প্রক্রিয়া তৈরি করবে, যা আরও ন্যায্য, আকারে ছোট ও অস্ট্রেলিয়ার চাহিদা পূরণের উপযোগী।