সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল

বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়ায় ‘টপ এন্ড টি–টোয়েন্টি’ নামের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও একটি চার দিনের ম্যাচ খেলতে যাওয়ার কথা আগেই জানা গিয়েছিল। টি-টোয়েন্টি টুর্নামেন্টটির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে অধিনায়ক নুরুল হাসান সোহান।

নুরুল হাসান সোহান ঘরোয়া ক্রিকেটে এবং ‘এ’ দলের হয়ে অনেকদিন যাবতই নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। ফলে তার ওপরই ভরসা রাখতে চেয়েছে বোর্ড। অভিজ্ঞ-তরুণদের মিশেলে গড়া হয়েছে অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া চার ক্রিকেটার- জিসান আলম, মাহফুজুর রহমান, তোফায়েল আহমেদ ও মুশফিক হাসান আছেন এই দলে। আবার সিনিয়রদের মধ্যে আফিফ হোসেন, ইয়াসির আলি, হাসান মাহমুদের মতো ক্রিকেটারদেরও রাখা হয়েছে দলে। টেস্ট দলের নিয়মিত মুখ স্পিনার নাঈম হাসানকে রাখা হয়েছে দলে।

অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি শুরু হবে ১৪ আগস্ট। সেদিন পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার স্থানীয় দলের পাশাপাশি বাংলাদেশ ‘এ’, পাকিস্তান ‘এ’ ও নেপাল জাতীয় দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ ‘এ’ দল:

নুরুল হাসান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, জিশান আলম, মাহিদুল ইসলাম, ইয়াসির আলী, আফিফ হোসেন, তোফায়েল আহেমদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল ও হাসান মাহমুদ।

Scroll to Top