শ্রম অধিকার সংক্রান্ত ছবি তুলে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন জাগো নিউজের নিজস্ব ফটোসাংবাদিক মাহবুব আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফটোসাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
‘মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষে এই পুরস্কার দেওয়ার উদ্যোগ নেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
পুরষ্কার পেয়ে মাহববুব আলম চ্যানেল আই অনলাইনকে জানান, কাজের স্বীকৃতি পেলে অনেক ভালো লাগে। আর সেই স্বীকৃতি যদি রাষ্ট্র প্রধানের কাছ থেকে পাওয়া হয় সেটা অনেক আনন্দের ব্যাপার।এ জন্য আমার অফিসের সম্পাদক জিয়াউল হক ভাইসহ সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আর খুশির খবরটি আমার মাকে দিতে পারলে আরও বেশি ভালো লাগতো। গত মাসে আমি আমার মাকে হারিয়েছি। এই পাওয়াটুক আমি আমার মাকে উৎসর্গ করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম শাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান।