সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নেই হৃদয়ের

সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নেই হৃদয়ের

হৃদয়ের ৯৬ আর সৌম্যর ৬৮ রানে বাংলাদেশ তুলতে পেরেছিল ২৮৬ রান, যা ১৭ বল হাতে রেখে পেরিয়েছে শ্রীলঙ্কা। হৃদয় মনে করছেন এই উইকেটে ২৮৬ রান যথেষ্ট ছিল না, ‘উইকেট ৩২০-৩৩০ রানের ছিল। আমরা থিতু হয়ে যদি ইনিংসটা ক্যারি করতাম, তাহলে হয়তো দৃশ্যপট ভিন্ন হতো।’

নিজের ব্যাটিং কৌশল নিয়ে তিনি বলছেন, ‘মাথা যতটুকু কাজ করেছে, চেষ্টা করেছি খেলাটাকে শেষ করতে। যেহেতু ব্যাটসম্যান নাই, ব্যাটসম্যান থাকলে দৃশ্যপট ভিন্ন হতো। আমি ফিফটির পর, আসলে ফিফটির পর না, যখন দেখেছি একটু পরপর উইকেট যাচ্ছে, তখন লক্ষ্যই ছিল খেলাটা শেষ করব। আমি সেট ব্যাটসম্যান, আমি খেলাটা শেষ করলে ভালো কিছু হবে।’

Scroll to Top