সূর্যগ্রহণের প্রভাবে দেখা যাবে না চাঁদ, ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

সূর্যগ্রহণের প্রভাবে দেখা যাবে না চাঁদ, ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

সূর্যগ্রহণের প্রভাবে এবছর বেশিরভাগ দেশে মধ্যরাতের আগে দেখা যাবে না ঈদের চাঁদ। তবে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে পবিত্র ঈদুল ফিতর পড়তে পারে আগামী ১০ এপ্রিল (বুধবার)। এর অর্থ হলো এবার রমজান মাস হবে ৩০ দিনে।

প্রতিবেদনে বলা হয়েছে, শাওয়াল মাসের চাঁদ ৮ এপ্রিল সূর্যগ্রহণের সাথে সারিবদ্ধ হবে এবং ১০ এপ্রিল আকাশে দেখা যাবে। ফলে বেশিরভাগ দেশে মধ্যরাতের আগে অর্ধচন্দ্র দৃশ্যমান হবে না। পরের দিন সূর্যাস্তের পর এটি দৃশ্যমান হবে।

Scroll to Top