সুপ্রিম কোর্টে 'আংশিক দায়মুক্তি' পেলেন ডোনাল্ড ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

সুপ্রিম কোর্টে 'আংশিক দায়মুক্তি' পেলেন ডোনাল্ড ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

সুপ্রিম কোর্টে 'আংশিক দায়মুক্তি' পেলেন ডোনাল্ড ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আংশিক’ দায়মুক্তি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন ৯ সদস্যের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের পক্ষে ছিলেন ৬ জন এবং বিপক্ষে ছিলেন ৩ জন।

রায়ে সুপ্রিম কোর্ট বলেছেন, দেশের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন, সেসবের ক্ষেত্রে দায়মুক্তি ভোগ করবেন তিনি।

তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপরাধমূলক পদক্ষেপের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, সেসবের ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ প্রদান, কর ফাঁকি এবং রাষ্ট্রের গোপন নথি সরানোর অভিযোগে সুপ্রিম কোর্টসহ বিভিন্ন আদালতে বেশ কয়েকটি মামলা চলছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

কর ফাঁকি, সম্পদের তথ্য গোপন ও ২০১৫ সালের নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার ঘটনায় নিউইয়র্কের একটি আদালত ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ এনেছে। সেসব অভিযোগের বিচারকাজও চলমান রয়েছে।

Scroll to Top