সুনিধি চৌহান না কনিকা কাপুর, কে আসছেন ঢাকায়?

সুনিধি চৌহান না কনিকা কাপুর, কে আসছেন ঢাকায়?

আন্তর্জাতিক তারকাদের নিয়ে বছরের জমজমাট ইভেন্ট শো আয়োজন করতে চলেছেন পাওয়ার কাপল টিএম (তাপস-মুন্নী)। ফেসবুকে চলছে জরিপ। এবার নতুন পোল- সুনিধি চৌহান না কনিকা কাপুর? কাকে চান দর্শক?

সংগীত তারকার ফ্যানদের ভোটের লড়াইয়ে এখন পর্যন্ত আশি শতাংশের বেশি ভোট পড়েছে ‘ধুম মাচালে’খ্যাত সুনিধি চৌহানের দিকে। বাংলাদেশে আগেও এসেছিলেন বলিউড মিউজিকের এই মহা জনপ্রিয় সংগীত তারকা।

অন্যদিকে ‘বেবি ডল’, ‘সুপার গার্ল ফ্রম চায়না’ কিংবা বাংলাদেশের ‘আমি ডানা কাটা পরী’ গানের মতো সুপারহিট অসংখ্য গানের কনিকা কাপুরও বাংলাদেশের শ্রোতাদের টানে মঞ্চ কাঁপানো শো করে গেছেন। এবার আসবেন শ্রোতাদের আহ্বানে।

কনিকা কাপুরের ফ্যানদের নজরে এলে নিঃসন্দেহে ১২শতাংশের বেশি ভোট পড়বেই, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্য পোলগুলোতে দর্শকদের ভোটে এখন পর্যন্ত এগিয়ে আছেন বলিউডের দুই সুপারস্টার শাহিদ কাপুর ও জ্যাকুলিন ফার্নান্দেজ।

টিএম নেটওয়ার্ক এর প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের ফেসবুক পেজ ‘তাপস’-এ হাজারো দর্শক-শ্রোতা ভোটে অংশ নিচ্ছেন। উন্মুক্ত পোলটিতে যে কেউ গিয়ে পছন্দের তারকাকে ভোট দিয়ে আসার সুযোগ থাকছে।

পোল এ এখন পর্ন্ত ৬৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন জ্যাকলিন। অন্যদিকে ৩৪ শতাংশ ভোট নিয়ে পিছিয়ে আছেন কৃতি। অন্যদিকে ঢাকাই দর্শকদের ভোটে রণবীর সিং পেয়েছেন মাত্র ১৯ শতাংশ ভোট। ৮১ শতাংশ ভোট নিয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন শাহিদ কাপুর।

ঢাকার মঞ্চে বলিউড তারকাদের সবচেয়ে বড় পারফর্মেন্স-শো এর আয়োজক কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত দেশের অন্যতম বৃহৎ ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স।

আসছে সেপ্টেম্বরেই এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার আয়োজন ও প্রস্তুতিপর্ব শুরু হয়ে গেছে বছরের শুরু থেকেই।

The post সুনিধি চৌহান না কনিকা কাপুর, কে আসছেন ঢাকায়? appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

Scroll to Top