এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
উপমহাদেশের কালজয়ী নায়িকা সুচিত্রা সেনকে স্মরণে আয়োজন করা হচ্ছে চলচ্চিত্র উৎসব। যুক্তররাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া উৎসবটির নামকরণা করা হয়েছে ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ২০ ও ২১ এপ্রিল সকাল ১১টা রাত পর্যন্ত এটি চলবে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এসকল তথ্য জানান। এতে উপস্থিত চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস ও কলকাতার নায়িকা ঋতুপর্ণা।
আয়োজকরা জানান, প্রথমবারের মতো আয়োজনটি হলেও তারা এটিকে আন্তর্জাতিক মানের করার ব্যাপারে চেষ্টার কোনো কমতি রাখছেন। ইতোমধ্যে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনজনকে জুরি সদস্য করা হয়েছে। উৎসবে বাছাইকৃত পূর্ণদৈর্ঘ্য, ফিচার, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র দেখানো হবে। এসকল ছবি থেকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হবে। তবে পুরস্কারের ব্যাপারে জুরিরাই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।
ছবি জমা দেওয়ার জন্য https://filmfreeway.com/Suchitra SenIBFF2024 লিংকটি ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে আয়োজকদের তরফে।
পূর্ণদৈর্ঘ্য ছবির ক্ষেত্রে ‘সেরা ছবি’, ‘সেরা পরিচালক’, ‘সেরা নারী অভিনয়শিল্পী’ ও ‘সেরা পুরুষ অভিনয়শিল্পী’, ‘সেরা সিনেমাটোগ্রাফার’; সেরা স্বল্পদৈর্ঘ্য এবং ‘সেরা প্রামাণ্যচিত্র’ এ বিভাগগুলোতে পুরস্কার দেওয়া হবে।
এছাড়াও অভিবাসীদের নির্মিত বাংলাদেশি ও ভারতীয় চলচ্চিত্র এবং জনপ্রিয় চলচ্চিত্রের বিভিন্ন শাখায় পুরস্কার দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে বাংলাদেশ ও ভারতের জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা থাকবে।
সারাবাংলা/এজেডএস