সুইডেন থেকে নিজ দেশে ফিরলে অভিবাসীরা পাবে ৩৪ হাজার ডলার

সুইডেন থেকে নিজ দেশে ফিরলে অভিবাসীরা পাবে ৩৪ হাজার ডলার

সুইডেন থেকে অভিবাসীরা স্বেচ্ছায় নিজ দেশে ফেরত গেলে তাকে ৩৪ হাজার ডলার পর্যন্ত দেয়ার পরিকল্পনা করেছে দেশটির সরকার৷ অভিবাসীদের নিরুৎসাহিত করতে দেশটির ডানপন্থি সরকার এমন ঘোষণা দিয়েছে৷

শনিবার (১৪ সেপ্টেম্বর) নিউজউইক এর এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে অভিবাসন বিষয়ক মন্ত্রী ইয়োহান ফোরসেল এই পরিকল্পনার কথা জানান।

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সাল থেকে যেসব অভিবাসী স্বেচ্ছায় তার নিজ দেশে ফেরত যেতে চাইবেন তাদেরকে সাড়ে তিন লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ৩৪ হাজার ডলার সমপরিমাণ অর্থ দেবে সুইডেন৷ বর্তমান বিনিময় হারে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা৷

সুইডেনের অভিবাসনবিরোধী ডানপন্থি সরকার এই পরিকল্পনা হাতে নিয়েছে৷ এক সাংবাদিক সম্মেলনে অভিবাসন বিষয়ক মন্ত্রী ইয়োহান ফোরসেল বলেন, ‘অভিবাসন নীতিতে দৃষ্টান্তমূলক এক পরিবর্তনের মাঝে আমরা দাঁড়িয়ে আছি৷’

Scroll to Top