সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ড যাচ্ছেন।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, সম্মেলনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বাংলাদেশ নিয়ে বিশেষ সংলাপ। সম্মেলনে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানাবে বাংলাদেশ। দাভোসে ফোরামের সাইডলাইনে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

এসময় দেশে বিনিয়োগ পরিস্থিতি উন্নতির জন্য সরকার সর্বশক্তি দিয়ে কাজ করছে বলেও প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়।

GOVT

Scroll to Top