সিল সংরক্ষণে উদ্যোগ নিয়েছে দক্ষিণ আফ্রিকা

সিল সংরক্ষণে উদ্যোগ নিয়েছে দক্ষিণ আফ্রিকা

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আফ্রিকার দক্ষিণ উপকূলে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে আসছে সিল প্রজাতি। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া উপকূলে প্রায় ২০ লাখ কেপ ফার সিল বাস করে।

অত্যন্ত বুদ্ধিমান এই প্রাণীগুলো নিজেদের যেকোনো পরিবেশে নিজেদের খাপ খাওয়াতে পারে। কিন্তু সেখানকার পানি যদি প্লাস্টিক-বর্জ্যে ভরা থাকে তাহলে তা সিলের জন্য বড় হুমকি।

GOVT

দক্ষিণ আফ্রিকার  টু ওশেনস অ্যাকোয়েরিয়ামের মার্টিন ভিলখুন বলেন, সক্রিয় বন্দর হিসেবে এখানকার প্লাস্টিক শেষ পর্যন্ত মহাসাগরে গিয়ে পড়ার ঝুঁকি রয়েছে। জাল বসিয়েও নিকাশি ব্যবস্থার পানি ছেঁকে বস্তুগুলো তুলে নিয়ে আলাদা করা যায়। কিন্তু টু ওশেনস অ্যাকোয়েরিয়ামের টিমকে এখনও একক পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে। এমনকি মাছ ধরার ছিপও কাজে লাগাতে হয়ে। ২০২৩ সালে তারা প্লাস্টিকের ফাঁস থেকে ১২৪টি সিলকে বাঁচিয়েছেন৷ তবে উপকূল থেকে দূরেও প্লাস্টিক ভেসে বেড়ানোর ফলে সিলের ঝুঁকি বেড়ে গেছে।

সম্প্রতি মানুষের উপর সিল প্রজাতির হামলার একাধিক ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি ডাঙার উপরেও এমনটা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের প্ররোচনার প্রতিক্রিয়া হিসেবে সিল এমন আচরণ করছে।

দক্ষিণ আফ্রিকায় বাণিজ্যিক শিকারের উপর নিষেধাজ্ঞার কল্যাণে কেপ ফার সিলের সংখ্যা গত শতাব্দীর নব্বইয়ের দশকের তুলনায় বেড়ে গেছে। বর্তমান সংঘাতের সমাধান হিসেবে সিল মাছকে বিরক্ত না করলেই চলবে।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

Scroll to Top