সিলেটে আগাম নির্বাচনী প্রচার-প্রচারণা, প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি

সিলেটে আগাম নির্বাচনী প্রচার-প্রচারণা, প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতি

সিলেটের ছয়টি আসনে আগাম নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা চষে বেড়াচ্ছেন গ্রাম থেকে শহর। সভা, সমাবেশ, মিছিলের পাশাপাশি ভোটারদের ঘরে ঘরে গিয়ে দোয়া ও ভোট চাইছেন প্রার্থীরা।

আজ রোববার দিনভর জেলার ছয়টি আসনে একাধিক প্রার্থী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সকালে সিলেট নগরের কালীঘাট, শাহচট, আমজদ আলী রোড, মহাজনপট্টি, কাষ্টঘর, লালদিঘিরপাড়, হকার্স মার্কেট, ব্রহ্মময়ীবাজার, সিটি মার্কেটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন সিলেট-১ (নগর-সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির।

গণসংযোগকালে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে সিলেটকে ব্যবসায়িক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিএনপি সব সময় কাজ করবে। অর্থনীতিকে সমৃদ্ধ করতে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সিলেটের ব্যবসার জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ীদের নিয়ে পরিকল্পনা করে কাজ করব।’

Scroll to Top