সিরিজ হারের যে ‘অজুহাত’ দেখালেন মিরাজ

সিরিজ হারের যে ‘অজুহাত’ দেখালেন মিরাজ

পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ-শ্রীলংকা। রান তাড়া করতে নেমে হতাশ করেছে বাংলাদেশ দল। তৃতীয় ও শেষ ওয়ানডেতে লংকানদের কাছে ৯৯ রানে হেরে সিরিজ খুইয়েছে মেহেদি হাসান মিরাজের দল। সিরিজ হাতছাড়া হওয়ার পর মিরাজ জানিয়েছেন, পুরো ৫০ ওভার ব্যাটিং করতে না পারাই ম্যাচ হারের বড় কারণ।

প্রথম ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে হারতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। শেষ ম্যাচে বাংলাদেশকে ২৮৬ রানের টার্গেট দিয়েছিল শ্রীলংকা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ, হাতছাড়া হয়েছে সিরিজও।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ জানিয়েছেন, ব্যাটিং ব্যর্থতাই ম্যাচ হারের মূল কারণ, ‘৫০ ওভার পুরোটা ব্যাটিং করতে না পারা অবশ্যই চিন্তার ব্যাপার। আমি মনে করি ঠিকভাবে ব্যাটিং করতে পারলে ভালো হতো। মিডল ওভারে যারা খেলে তাদের দায়িত্ব অনেক বেশি। আমি নিজেও বেশি বল খেলতে পারিনি। এসব নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। সামনে আরও খেলা আছে। যেহেতু এই সিরিজেই দায়িত্ব পেলাম, সেগুলোকে সামনে কাজে লাগানোর চেষ্টা করব।’

ক্রিজে সেট হয়েও ব্যাটারদের বড় স্কোর গড়তে না পারার হতাশা ঝড়ল মিরাজের কণ্ঠে, ‘আমরা যারা সেট হচ্ছি তারাই আউট হয়ে যাচ্ছি। আমি, হৃদয় কিন্তু মোমেন্টামটা প্রায় ধরেই ফেলেছিলাম। আমার আউটে পর শ্রীলংকা মোমেন্টাম ফিরে পেয়েছে। কীভাবে কম ঝুঁকি নিয়ে খেলা যায় সেই চেষ্টা করতে হবে।’

২৮৬ রানের টার্গেট কি একটু বেশি ছিল বাংলাদেশের জন্য? মিরাজ অবশ্য এমনটা মানতে নারাজ, ‘না উইকেট ভালো ছিল। ওদের দুই ব্যাটার ভালো করেছে। আমরা তাদের চাপে রাখতে পারিনি। রাতে উইকেট আরও ভালো হয়ে গিয়েছিল। আমরা পরপর কিছু উইকেট হারিয়েই চাপে পড়েছি।’

Scroll to Top