সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ – DesheBideshe

সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ – DesheBideshe

ওয়াশিংটন, ৩০ নভেম্বর – ক্যারিবিয়ান সফরে স্বস্তিতে নেই বাংলাদেশ। এন্টিগা টেস্টে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। বড় হার আর চিরচেনা সেই ব্যাটিং দৈন্যতা ভাবাচ্ছে সবাইকে। তারপরও সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ রক্ষার ম্যাচ। সেই লক্ষ্যে শনিবার (৩০ নভেম্বর) জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে মাঠে নামবে মিরাজ বাহিনী। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

মাত্র কয়েক মাস আগে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর থেকে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় সিরিজ জয়ের পর টানা পাঁচ টেস্ট হেরেছে টাইগাররা। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং ২০১ রানের বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করে টাইগাররা।

টাইগারদের এই ব্যর্থতার জন্য দায়ী ব্যাটাররা। এ বিষয়ে টাইগার অধিনায়ক বলেন, এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা কিছু ভুল করেছি, কিন্তু এটা খেলার একটি অংশ। এমন ঘটনা ঘটে। পরের ম্যাচের আগে আমাদের শক্তিশালী হয়ে ফিরে আসার ভালো সুযোগ আছে। আমাদের উন্নতি করতে হবে এবং পরের ম্যাচের জন্য আরও ভালো হতে হবে।

এদিকে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচে পেস আক্রমণ দিয়ে বাংলাদেশকে পরাস্ত করতে চায় ক্যারিবিয়ানরা। দেশটির স্থানীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা জানান ডি সিলভা। তিনি বলেন, কিমার রোচ ও আলজারি জোসেফ পেস আক্রমণকে খুব ভালো নেতৃত্ব দিচ্ছে। শামার জোসেফের মতো নতুন মুখ আছে। জেডেন সিলস বেশ কিছুদিন ধরে খেলছে, তবে এখনও নিজের কাজটা শিখছে।

‘সব মিলিয়ে পেস আক্রমণ নিজেদেরকে জানান দিচ্ছে। যে ভীতি জাগাচ্ছে তারা, ব্যাটসম্যানের চোখেই তা ফুটে উঠছে। ১৮ উইকেট নিয়েছে তারা। আমাদের জন্য ব্যাপারটি হলো, এই সুবিধাটা কাজে লাগানো এবং আশা করি, এই সেই পথ ধরে ২-০ ব্যবধানে সিরিজ জেতা।’

সবশেষ ২০০৯ সালের সফরে ২-০ ব্যবধানে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয়ের পর ক্যারিবিয়ান দ্বীপে কখনও সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবারও সিরিজ হারের দ্বারপ্রান্তে রয়েছে টাইগাররা।

সব মিলিয়ে ২১ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এ রমধ্যে ১৫টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জয় চারটিতে। বাকি দুই টেস্ট ড্র হয়।

সূত্র: একুশে টেলিভিশন
আইএ/ ৩০ নভেম্বর ২০২৪



Scroll to Top