ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে ঝড় তুললেন সাকিব আল হাসান। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ২০ বলে ফিফটি করে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন বাংলাদেশী অলরাউন্ডার। তার ২৬ বলে ৬১ রানের ইনিংসে ভর করে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স ২০৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে।
সেন্ট লুসিয়ায় টস হেরে আগে ব্যাট করতে নামে ফ্যালকন্স। ওপেনার আমির জাঙ্গু ও জুয়েল এন্ডুর উদ্বোধনী জুটিতে আসে ৫১ রান। জুয়েল ২৫ রানে আউট হলে ভাঙে প্রথম জুটি। এরপর তিনে নামা কারিম ঘোর গোল্ডেন ডাকের শিকার হলেও ইনিংসের গতি কমেনি। কারণ চারে নামা সাকিব আক্রমণাত্মক ব্যাটিং করেন।
শুরুতে ধীরগতির হলেও সেট হওয়ার পর খোলস ছেড়ে বেরিয়ে আসেন সাকিব। মাত্র ২০ বলে তুলে নেন নিজের ফিফটি। ইনিংসেটি সাজিয়েছেন ৫টি চার ও ৪টি ছক্কা। সব মিলিয়ে ২৬ বলে ৬১ রান করে থামেন সাকিব।
সাকিবের মতো ফিফটি পেয়েছেন ওপেনার আমির জাঙ্গুও, ৪৩ বলে করেন ৫৬ রান। শেষ দিকে ফ্যাবিয়েন অ্যালেন ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৭ বলে ৩৮ রান যোগ করেন দলের স্কোরবোর্ডে।