সিপিএলে জয়ের মুখ দেখলেন সাকিব

সিপিএলে জয়ের মুখ দেখলেন সাকিব

প্রথম ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ ছিলেন তিনি, হেরেছিল দলও। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখল সাকিব আল হাসানের দল অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস। ব্যাটে-বলে ভালো কিছু করতে না পারলেও ৬ উইকেটের জয় পেয়েছে সাকিবের দল।

টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অ্যান্টিগা। বারবাডোসের বিপক্ষে ইনিংসের একেবারেই শেষভাগে বোলিং আনা হয় সাকিবকে। গত ম্যাচের মতো এবারও তিনি করেছেন মাত্র এক ওভার।

এক ওভারে ১৪ রান দিয়েছেন সাকিব। সেই ওভারে কোনো উইকেট তুলে নিতে পারেননি তিনি। ৬ উইকেটে ১৫১ রানের পুঁজি পায় বারবাডোজ।

ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেননি সাকিব। ৪ নম্বর নেমে করেছেন ১৩ বলে ১৩ রান। এই ইনিংসে মাত্র একটি চার মেরেছেন তিনি। প্যাভিলিয়নে ফিরেছেন মুজিবের বলে পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে।

শেষ পর্যন্ত কারিমা গোরের অপরাজিত ৬৪ রানে ভর করে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে সাকিবের দল অ্যান্টিগা।

Scroll to Top