সিএএ নিয়ে যুক্তরাষ্ট্রর সমালোচনাকে ‘অবাঞ্ছিত’ বলল ভারত

সিএএ নিয়ে যুক্তরাষ্ট্রর সমালোচনাকে ‘অবাঞ্ছিত’ বলল ভারত

সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আবেদনের বিরোধিতা করে বলেন, সরকার কাকে নাগরিকত্ব দেবে সেই প্রশ্ন তোলার কোনো অধিকারই আবেদনকারীর নেই। প্রধান বিচারপতি মামলাগুলো গ্রাহ্য করে বলেন, মোট ২৩৭টি আবেদন জমা পড়েছে। সব মামলা একসঙ্গে শোনা হবে।

আইন চালু হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক সাক্ষাৎকারে বলেন, সরকার কোনোভাবেই এই আইন প্রত্যাহার করবে না। বিরোধীদের অভিযোগ, এই আইন সংবিধানের মৌলিক ভাবধারার বিরোধী। এই আইনে ধর্মীয় আধারে শরণার্থীদের প্রতি বৈষম্য করা হয়েছে।

সিএএ অনুযায়ী ভারত সরকার ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে চলে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিষ্টান, পার্সি ও জৈনদের নাগরিকত্ব দেবে। কিন্তু একই কারণে ওই সময়ের মধ্যে ওই দেশগুলো থেকে চলে আসা মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না।

Scroll to Top