এমদাদ উল বারী ডেটার দাম কমানোর প্রয়োজনীয়তা সম্পর্কে বলেছেন, ‘দাম পরিষেবার মূল চাবিকাঠি। ডেটার দাম অবশ্যই কমাতে হবে। কারণ, এটি আমাদের পরিষেবা সরবরাহ পরিকল্পনার অংশ।’
শুধু ডেটার দাম কমিয়ে নেটওয়ার্ককে বিপদে ফেলে টিকে থাকা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মূল কথা হলো পরিষেবাটি জনগণের কাছে পৌঁছে দেওয়া। ব্যবসাকে টেকসই করা আমাদের প্রাথমিক লক্ষ্য নয়, আমরা একটি উপায় হিসেবে ব্যবসাকে টেকসই করব। সেবাই আমাদের লক্ষ্য।’
বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যা যা করা দরকার, তা আমরা করব। ২-৪টি এনটিটিএন কোম্পানি মান তৈরি করতে পারলে আমরা তাতে সীমাবদ্ধ থাকব। কিন্তু তা না হলে আমরা (এনটিটিএন লাইসেন্স) সংখ্যা বাড়িয়ে দেব।’
ইউনিফায়েড লাইসেন্স সম্পর্কে তিনি বলেন, এটি বিবেচনার বিষয়। আর প্রযুক্তি-নিরপেক্ষতা ব্যবসার বিতর্কের বিষয়। কোনো কিছু করার আগে ব্যাপক চিন্তাভাবনা করতে হবে। ২০২৭ সালের মধ্যে বেশ কয়েকটি বড় লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে।