সালাউদ্দিনকে বিসিবির সাবেক কোচের খোঁচা!

সালাউদ্দিনকে বিসিবির সাবেক কোচের খোঁচা!

অনেকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পারফরম্যান্স যাচ্ছে-তা। ব্যাটিং ব্যর্থতার কারণে কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও চলতে ব্যাটারদের দুর্দশা। তাতে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সমালোচনা উঠছে যিনি বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্বটাও দেখছেন।

সালাউদ্দিনকে খোঁচা দিলেন জাতীয় দলের সাবেক পারফরম্যান্স আনালিস্ট মহসিন শেখও। এক ফেসবুক পোস্টে এসব কথা বলেছেন তিনি। পাকিস্তানি বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান অবশ্য সরাসরি সালাউদ্দিনের নাম উল্লেখ করেননি। তবে তিনি যে সালাউদ্দিনকেই বুঝিয়েছেন তা সহজেই অনুমান করা যায়।

মহসিন শেখ লিখেছেন, ‘আপনি যখন ড্রেসিংরুমে থাকবেন না, তখন আপনি স্থানীয় খেলোয়াড়দের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুলবেন। এখন তো আপনি দায়িত্বে। এখন সেই কমনসেন্স কোথায়?’

সালাউদ্দিন জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে কড়া সমালোচনা করতেন। ‘কমনসেন্সের অভাব, ‘ব্রেনলেস ক্রিকেট’ এসব শব্দ ব্যবহার করে আলোচিত হয়েছেন অনেকবার।

উল্লেখ্য, পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে বিসিবিতে অনেকদিন কাজ করেছেন  মহসিন শেখ। চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর মহসিনের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ায়নি বিসিবি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও পাকিস্তানে কাজ করার অভিজ্ঞতা আছে মহসিনের। কাজ করেছেন বিপিএল, পিএসএল, আইপিএল, বিগ ব্যাশেও।

Scroll to Top