সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান শুরু

সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান শুরু

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও মব বন্ধে সকল বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ (১৩ জুলাই) থেকে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

আজ রোববার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ কথা বলেন তিনি। এ সভায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ঘটনা নিয়েও আলোচনা করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডের ঘটনা খুবই দুঃখজনক, সভ্য সমাজে কোনো অবস্থায় এটা মেনে নেয়া যায় না। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জাতীয় নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতি শেষ করা হবে।

Scroll to Top