ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল কানাডার নাগরিক বলে প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পেয়েছিলেন পুতুল। তাকে দেশে ফেরানো যায় কি না, এনিয়ে কাজ করছে দুদকের তদন্ত দল।