পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোহরাব হোসেনকে চাপা দেওয়া বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। শিক্ষার্থীদের নিয়ে দ্বিতল ওই বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সোহরাব হোসেন। স্থানীয় লোকজন হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহত সোহরাব হোসেন ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের আব্দুল লতিফের ছেলে।