সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। মৃত্যুর বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

মঙ্গলবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে।

ডিক চেনির পরিবার জানায়, নিউমোনিয়া, হৃদযন্ত্র ও রক্তনালির জটিলতার কারণে সোমবার রাতে তার মৃত্যু হয়।

রিপাবলিকান দলের এই প্রবীণ রাজনীতিক ছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য। দুই মেয়াদে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

চেনি ছিলেন ২০০৩ সালে ইরাক আক্রমণের অন্যতম প্রধান নীতি-নির্ধারক। যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীর নেতৃত্বে পরিচালিত সেই যুদ্ধ বিশ্বজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছিল।

দীর্ঘ রাজনৈতিক জীবনে ডিক চেনি রিপাবলিকান রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তবে তার কঠোর পররাষ্ট্রনীতি ও সামরিক পদক্ষেপের সমর্থনের কারণে তিনি সব সময় ছিলেন আলোচনার কেন্দ্রে।

Scroll to Top