আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ।
বুধবার (২ জুলাই) রাতে গোয়েন্দা পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আজ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্ততার করা হয় দুর্জয়কে।
মানিকগঞ্জ জেলা ডিবির কর্মকর্তারা জানায়, নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মানিকগঞ্জে কয়েকটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হবে।