সাবানের সাহায্যে হোটেল ভবন তুলে নিয়ে বসানো হলো নতুন ঠিকানায়! | চ্যানেল আই অনলাইন

সাবানের সাহায্যে হোটেল ভবন তুলে নিয়ে বসানো হলো নতুন ঠিকানায়! | চ্যানেল আই অনলাইন

কানাডায় একটি ২২০ টন ওজনের একটি হোটেল ভবন এক স্থান থেকে তুলে নতুন অবস্থানে স্থানান্তরিত হয়েছে। আর স্থানান্তর প্রক্রিয়ায় পুরো ফ্রেম জুড়ে একটি নরম মসৃণ গ্লাইডের জন্য রোলারের পরিবর্তে বেছে নেওয়া হয়েছে ৭০০টি সাবানের বার।

এনডিটিভি জানিয়েছে, কানাডার নোভা স্কশিয়া অঙ্গরাজ্যের রাজধানী হালিফ্যাক্সে অবস্তিত ‘এল্মউড’ নামের একটি হোটেল ভবনকে এভাবে স্থানান্তর করা হয়েছে। ২২০ টন ওজনের ভবন সফলভাবে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন এস রুশটন কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির একজন ক্রু প্রক্রিয়াটির ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন।

Bkash

১৮২৬ সালে নির্মাণ করা হয় এল্মউড নামক এই ভবনটি। তখন এটি একটি বাড়ি হিসেবে ব্যবহৃত হতো। ৭০ বছর পর ১৮৯৬ সালে ভবনটিকে হোটেলে রুপান্তর করা হয়। দীর্ঘদিন হোটেল হিসেবে ব্যবহৃত হওয়ার পর ২০১৮ সালে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলেও গ্যালাক্সি প্রোপার্টিজ নামের একটি প্রতিষ্ঠান ভবনটি কিনে নেয়।

প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় তারা ভবনটি না ভেঙে পুরো ভবনটিকে সরিয়ে মূল সড়কের কাছাকাছি নতুন করে স্থাপন করবে। সেইসাথে এটিকে পরিকল্পিত একটি অ্যাপার্টমেন্ট ভবনের সঙ্গে জুড়ে দেওয়া হবে। প্রতিষ্ঠানটির মালিক শেলডন রুশটন বলেন, ২টি এক্সেভেটর ও টো ট্রাকের সাহায্যে বাড়িটি একটি স্টিলের ফ্রেমে তুলে টেনে ৩০ ফুট দূরে নিয়ে যাওয়া হয়েছে।

Reneta JuneReneta June

রুশটন বলেন, রোলার ব্যবহার করার বদলে তারা ইস্পাতের ফ্রেমে আইভরি সাবানের ৭০০টি বার ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। নরম আইভরি সাবান ভবনটি সরানোর কাজকে আরও সহজ করে দেয়। নতুন ভিত্তি তৈরি করা হলে অদূর ভবিষ্যতে ভবনটিকে আবার সরিয়ে নেওয়া হবে।

Scroll to Top